আসসালামু আলাকুম, শুভ রাত্রি জানিয়ে শুরু করছি আজকের টিউন, সবাই ক্যামন আছেন ? নিশ্চয় ভাল আছেন ? আমাই আছি আল্লাহ রেখেছেন, আপনাদের দোয়াতে।
যাই হোক এতো ভংচং না মাইরা আসল কথা আহি।
আনেক তো কওশাল বের হল মিস কল ধরার জন্য, যে বার বার থেকে মিস করে বিরক্ত কারিকে ধরে ফেলুন, অমুক তমুক হেন তেন ৭ ১৭। তাই এবার অদের বিরুদ্ধে রুখে দারানর জন্য নিয়ে এলাম মিস কল মেকার।
তাই এবার থেকে ইচ্ছা মতো মিস কল ঝারুন দেখি কোন বেটাই ধরে, পারলে ধইরা দেহুক, কি করে মিস কল ঝারবেন তাই ভাবছেন ? দেখাইতাছি খারান।
প্রথমে আপনার ব্রাউজারের Add block Disable করে দিন যদি থাকে? তারপর
এহান থেইকা এইডা নামাই লনঃ Missed Call Maker.apk
নামাইছেন ? তাইলে এইবার নিচের ফটো গুলা ভাল কইরা দ্যাহেন। তাইলে বুঝবার পারবেন।
আশা করি বিষয় গুলা পরিষ্কার করে বুঝতে পেরেছেন।
তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, সবাই কে শুভ রাত্রি জানিয়ে শেষ করছি আজকের টিউন।
আলাহ হাফেজ।
Tags:
অ্যান্ড্রয়েড Apps