আজকাল অনলাইনে অনেক মিডিয়া স্ট্রিমিং সফটওয়্যার রয়েছে। কিন্তু অনেকেই আছেন যারা জানতে চান উইন্ডোজ 10 পিসির জন্য সেরা মিডিয়া প্লেয়ার কোনটি !
আপনিও যদি এই প্রশ্নের উত্তর চান, আপনি সঠিক জায়গায় আছেন।
অনেক ব্যবহারকারী এমন মিডিয়া প্লেয়ার খুঁজছেন যা সহজেই তাদের কম্পিউটার অথবা ল্যাপটপে সংগ্রহ মুভি এবং হোম-তৈরি ভিডিওগুলি চালাতে পারে। অতএব, চলুন উইন্ডোজ ওএসের জন্য দুর্দান্ত একটি মিডিয়া প্লেয়ার VLC Media Player সম্পর্কে কথা বলি যা আপনি ব্যাবহার করতে পারেন।
মিডিয়া প্লেয়ার কাকে বলে ?
আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে স্টোর থাকা ভিডিও গান অথবা মুভি দেখার জন্য যে সফটওয়্যার গুলো ব্যাবহার করি তাদের কেই মিডিয়া প্লেয়ার বলা হয়।
VLC Player কি ?
VLC একটি ফ্রি লাইট ওয়েট এবং ওপেন সোর্স মিডিয়া প্লেয়ার। VLC Player যেকোনো কম্পিউটার অথবা ল্যাপটপে অনেক ভালো ভাবে ব্যাবহার করা যায়। কারন এই প্লেয়ার টি অনেক কম রিসোর্স ব্যাবহার করে এবং ভিডিও কোয়ালিটিও অনেক ভালো। আর এই প্লেয়ারের অনেক বৈশিষ্ট্য আছে যা অনেক সময় অনেক বেশি উপকারে আসে। এই প্লেয়ারের কিছু বৈশিষ্ট্য নিয়ে নিচে আলোচনা করা হলঃ The Best Media Player VLC Features:
- প্লেয়ারটি সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ এই প্লেয়ারে কোন Ads, Spyware, User tracking, কোন কিছুই নেই।
- দ্রুত - হার্ডওয়্যার ডিকোডিং। অর্থাৎ বেশিরভাগ প্ল্যাটফর্মে ভিএলসি হার্ডওয়্যার ডিকোডিং আছে। এটি জিপিইউতে 0-কপি সমর্থন করে এবং প্রয়োজনে সফটওয়্যারে ফালব্যাক করতে পারে।
- সব রকম ভিডিও ফরম্যাট-ই সাপোর্ট করে। অর্থাৎ আপনার ভিডিও যে ফর্মেটেই হোক না কেন সেটাই আপনি এই প্লেয়ারে দেখতে পারবেন।
- এডভান্স কন্ট্রোল। অর্থাৎ এই প্লেয়ারে ভিডিও, সাবটাইটেল সিঙ্ক্রোনাইজেশন, ভিডিও এবং অডিও ফিল্টারগুলির উপর সব কিছুর সম্পূর্ণ কন্ট্রোল করার বৈশিষ্ট্য রয়েছে।
- লাইট ওয়েট এবং ব্যাবহারে সহজ। অর্থাৎ আপনি যেকোনো কনফিগারের কম্পিউটার অথবা ল্যাপটপে এই প্লেয়ার টি ব্যাবহার করতে পারেন।
- স্ক্রিন রেকর্ডিং অপশন অর্থাৎ আপনি এই প্লেয়ার দিয়ে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে পারেন।
- ভিডিও স্ক্রিনশট এবং রেকর্ড অপশন অর্থাৎ আপনি যে ভিডিও এই প্লেয়ারে দেখছেন তার যেকোনো জায়গা থেকে রেকর্ড অথবা স্কিনশট নিয়ে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে সেভ করে রাখতে পারেন।
- সর্টকাট কি সিলেক্ট অর্থাৎ আপনি ইচ্ছামত প্লেয়ারের যেকোনো কন্ট্রোল সর্টকাট কি সিলেক্ট করে কন্ট্রোল করতে পারেন।
- অ্যাডওন ইন্সটল অর্থাৎ আপনার কাজের জন্য প্রয়োজনীয় যেকোনো অ্যাডওন ইন্সটল করে ব্যাবহার করতে পারেন।
- কাস্টম স্কিন অর্থাৎ আপনি পছন্দ মতো এই প্লেয়ারের ইউসার ইন্টারফেস পরিবর্তন করতে পারেন।
আরো অনেক বৈশিষ্ট্য আছে যা আপনি ব্যাবহার করলেই বুঝতে পারবেন।
VLC Media Player টি Download করতে চাইলে আপনি সরাসরি এই লিঙ্ক থেকেই Download করে নিতে পারেন। এবং Install করে ব্যাবহার করতে পারেন।
বিঃদ্রঃ উপরের The Best Media Player - VLC Player টি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কেমন পোস্ট প্রয়োজন তা আমাদের কমেন্টে জানাতে পারেন। অথবা এই পোস্ট আপনাদের কেমন লেগেছে তাও আমাদের জানাতে পারেন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে আগামীর পথে।
আমাদের পোস্ট টি আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবে না তা তে আমি ১০০% সিউর।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Your Article is good and Very Knowledgeable.
উত্তরমুছুনI also start my blog. https://mathauditor.info/. Math Auditor is a pure online free tool website. We provide many free tools, with the help of these free online tools you can solve your problems and query very easily and quickly. You can solve any math equations by using or with the help of a Math Auditor. We created many calculators, these calculators are very handy to solve any tricky and complex mathematics equations. Math Auditor is not only a math calculator tool but also a conversion calculator and solves many other problems related to quadratic equations, Algebra & Geometry Problems, Calculus, Trigonometry, mixed number, improper functions, and many more. You can easily convert or calculate the unit rate with the help of the Math Auditor Conversion Calculator tool. Math Auditor is the best online unit conversion tool.
this game is very good and very enjoyable collection
উত্তরমুছুনdargon city mobile
উত্তরমুছুনThank a lot for sharing this awesome info. I personally like the last point and follow me in my blog. I love to share on social media. keep it up!!!
I’m new to the blog world but I’m trying to get started and create my own.
উত্তরমুছুনrateio concursos
I read your article, very informative and user informatic info are mentioned. For Fun Stories. Keep it up bro to share more article like that. Thanks for sharing this ones.
উত্তরমুছুন