গুগল মামার সম্পর্কে অজানা ও মজার কিছু তথ্য জেনে নেই

নিশ্চই সবা্ই ভাল আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমার নিউন হচ্ছে একটি বিশাল এবং আন্তরিক সার্চ ইঞ্জিন নিয়ে। যোকোনো তথ্য সহজেই কম সময়ে পাওয়ার জন্য দরকার শক্তিশালী  সার্চ   ইঞ্জিন। আর সেই সার্চ ইঞ্জিনের মধ্যে অন্যমত এবং সবার কাছে পরিচিত আমাদের গুগল মামা। এর মাধ্যমে আমরা খুব সহজেই অতি দ্রুত যোকোনো তথ্য কয়েকে সেকেন্ডের মধ্যে থাকি এবং দেখে থাকি। যা আমাদের জন্য খু্বই সহজসাধ্য, আরামদায়ক, মজাদার এমনকি এটা সহজেই যেকোনো চিত্র বা ছবি কয়েক সেকেন্ডের মধ্যে পাওয়া যায়। গুগল হচ্ছে একটি বিস্ময়কর সার্চ ইঞ্জিন। বিস্ময়কর সার্চ ইঞ্জিন  বিস্ময়কর চিন্তা ভাবনা। কিন্তু কীভাবে তার মধ্যে সবরকম তথ্য জমা থাকে এবং কীভাবে তার তথ্য আমাদের কাছে প্রেরণ করে তা জানা যাক:
এটা গুগল মামার কয়েক লক্ষ্য স্কয়ার ফিট আয়তনের তথ্য কেন্দ্র
ফাইবার অপটিক্যাল তারের মাধ্যমে চলছে গুগল মামার লক্ষ লক্ষ তথ্য
গুগল মামার তথ্যের বাড়ি
গুগল মামাকে ঠান্ডা রাখতে এই কুলার
ঠান্ডা ও গরম পানি যাওয়া আসার ব্যবস্থা রয়েছে এই পাইপগুলো দিয়ে
   এলইডি লাইটের সংকেতের মাধ্যমে জানা যায় গুগল মামার সমস্যার কথা
গুগল মামার পুরো ডেটা সেন্টারকে পানি সরবরাহ দেয় এই ট্যাংক থেকে
গুগল মামার সকল তথ্য যেন পুরোপুরি নিরাপত্তায় থাকে এবং হাড়িয়ে গেলেও ফেরত পাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে।

ধন্যবাদ সবাইকে

একটি মন্তব্য পোস্ট করুন

You are welcome to share your ideas with us in comments !

নবীনতর পূর্বতন