Top 5 The Best Android Emulator for Windows PC

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।
এখন চলুন শুরু করা যাক আজকের টপিকঃ আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে অ্যান্ড্রইড অ্যাপ অথবা গেম খেলার জন্য সব থেকে ভাল ৫ টি ইমুলেটর।[Top 5 The Best Android Emulator for Windows PC] এই ইমুলেটর গুলো মিনিমাম ২ জিবি র‍্যাম হলেই ব্যাবহার করা যাবে।

Best Android Emulator নিয়ে কথা বলার আগে আমি Emulator নিয়ে আপনার কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই। যাতে আপনাদের বুঝতে কোন সমস্যা না হয়।
Top 5 The Best Android Emulator for Windows PC TechMyline
Emulator কি [What is Emulator] ?
Emulator হল একটি সফটওয়্যার অথবা একটি হার্ডওয়্যার যা সাহায্য করে আপনার একটি সিস্টেমে অন্য আরেকটি সিস্টেম চালনা করতে। সহজ কথায় যদি বলি তাহলে মনে-করুন আপনি Windows Operating System ব্যাবহার করছেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে। এখন যদি এই কম্পিউটার অথবা ল্যাপটপে আপনি Android apps ব্যাবহার করতে চান তাহলে যে সফটওয়্যার অথবা হার্ডওয়্যার ব্যাবহার করতে হবে তার নাম Emulator।

Emulator কিভাবে কাজ করে [How Do Android Emulators Work] ? 
বেশি প্রজুক্তির ভাষায় যদি না বলি তাহলে স্বাভাবিক কথায় বলতে- Emulator একটি Virtual Machine তাই আপনার Current Operating System এর অপরেই অন্যান্য সফটওয়্যারের মতই এই Emulator গুলো কাজ করে।

List of Best Android Emulators for PC

1. Nox Player:

Top 5 The Best Android Emulator for Windows PC TechMyline
প্রথম এই Emulator টি Personal ভাবে আমার খুবি একটি পছন্দের Emulator। Nox Player এমন একটি Emulator যার মাঝে আপনি সব কিছু করতে পারবেন যেটা আপনি একটি Android ফোনে করতে পারেন। এই Emulator টি আপনাকে অনেক Customize করার সুবিধা দেয় যেখানে ফোনের EMI থেকে শুরু করে ফোনের RAM. ROM, Name, Model no সব কিছু পরিবর্তন করা যায়। এই Emulator টি Gaming এর জন্য Optimize করা। আপনি প্রায় সব রকমের Android Game এই Emulator এ খেলতে পারবেন। এক কথায় আমার কাছে Best একটি Emulator এটি। আপনি এই Emulator টি 2 GB Ram এবং Default Graphics দিয়েই ব্যাবহার করতে পারবেন।

2. LD Player:

Top 5 The Best Android Emulator for Windows PC TechMyline
দ্বিতীয় এই Emulator টি প্রথম Emulator এর মতই। পার্থক্য শুধু এখানেই যে অনেকের কম্পিউটার অথবা ল্যাপটপে Nox Player Emulator এর থেকে এই  LD Player বেশি ভাল ভাবে ব্যাবহার করা যায়। এছাড়া তেমন কোন ডিফারেন্স নেই। আপনি এই Emulator টিও 2 GB Ram এবং Default Graphics দিয়েই ব্যাবহার করতে পারবেন।

3. BlueStacks:

Top 5 The Best Android Emulator for Windows PC TechMyline
তৃতীয় এই Emulator টি অন্য সব Emulator এর মতই কিন্তু আপনি এই Emulator এ Multi tab ব্যাবহার করতে পারবেন। অর্থাৎ আমরা Browser এ যেমন আলাদা আলাদা লিঙ্ক আলাদা আলাদা Tab এ ওপেন করে একসাথে সব Tab দেখতে পারি ঠিক তেমনি আপনি এই Emulator এ আলাদা আলাদা Apps আলাদা আলাদা Tab এ ওপেন করে একসাথে সব ব্যাবহার এবং দেখতে পারবেন। আপনি এই Emulator টিও 2 GB Ram এবং Default Graphics দিয়েই ব্যাবহার করতে পারবেন।

4. Gameloop (Tencent Gaming Buddy):

Top 5 The Best Android Emulator for Windows PC TechMyline
চতুর্থ এই Emulator টি ঐ সব মানুষের জন্য যারা Android Game PC তে খেলতে চান। এই Emulator টি মুলত Gaming এর জন্য তৈরি করা হয়েছে। এই Emulator এর প্রত্যেকটি গেমস এর জন্য Keyboard & Mouse এর Control in-built করে দেয়া আছে। বিশেষ করে আপনি যদি PUBG Mobile এর Player হয়ে থাকেন তাহলে এই Emulator টি সম্পর্কে আপনিও ভালো জানেন। এই Emulator এ আপনি অন্যান্য Apps ও সাধারন ভাবেই ব্যাবহার করতে পারবেন। এই Emulator ব্যাবহার করার জন্য Ram & Prossesor যতটা উন্নত হবে ততই ভাল।

5. Genymotion:

Top 5 The Best Android Emulator for Windows PC TechMyline
পঞ্চম এই Emulator টি ঐ সব মানুষের জন্য যারা Android app Development এর কাজ করেন। অর্থাৎ এই Emulator টি আপনার APP Testing এর জন্য অনেক ভাল কাজে আসবে। এই Emulator এ আলাদা ভাবে লগ দেখা যায় যাতে আপনার Testing app এর Coding Feature নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভাবে জানা যায়। আপনি এই Emulator টিও 2 GB Ram এবং Default Graphics দিয়েই ব্যাবহার করতে পারবেন।

আশা করি আমার এই পোস্ট টি আপনাদের উপকারে আসবে।

বিঃদ্রঃ উপরের ৫ টি Emulator ছাড়াও আপনাদের পছন্দের কোন Emulator থাকলে অবশ্যই তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কেমন পোস্ট প্রয়োজন তা আমাদের কমেন্টে জানাতে পারেন। অথবা এই পোস্ট আপনাদের কেমন লেগেছে তাও আমাদের জানাতে পারেন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে আগামীর পথে। [আপনাদের মতামতের অপেক্ষায়]

আমাদের পোস্ট টি আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবে না তা তে আমি ১০০% সিউর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্যসমূহ

  1. Your post is very good, I am very impressed to read your post, thank you very much. If anyone wants to know something similar , like - how to lose an inch belly fat overnight , about extra info visit our website https://www.linksysextendersetupinfo.com/blog/linksys-extender-setup/

    উত্তরমুছুন
  2. thi post is<a href="https://sattamatkaa.net>satta matka </a>
    very good is tour artical it was your post link anyone it was

    উত্তরমুছুন
  3. Your post is very good, I am very impressed to read your post, thank you very much

    উত্তরমুছুন
  4. ভাল, খুব দরকারী নিবন্ধ, ইন্দোনেশিয়া ভাই থেকে শুভেচ্ছা

    উত্তরমুছুন
  5. Thanks for the great article with awesome in-depth content on the topic, it really impressed me, I will share this article further with my friend. Thanks a lot

    TelecomVibe

    উত্তরমুছুন
  6. Thanks for the great article with awesome in-depth content on the topic, it really impressed me, I will share this article further with my friend. Thanks a lot..
    Buy youtube accounts
    Facebook pva accounts
    Buy Instagram pva accounts

    উত্তরমুছুন
You are welcome to share your ideas with us in comments !

Archive

যোগাযোগ ফর্ম

প্রেরণ