সহজেই বদলে ফেলুন আপনার ব্লগের আইকন

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ব্লগের আইকন (Favicon) পরিবর্তন করবেন খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে! হয়ত আপনারা অনেকেই এই বিষয়ে আগে থেকেই জানেন কিন্তু আমার এই টিউনটি হলো যারা জানেন না তাদের জন্য।
icon blog এর চিত্র ফলাফল
চলুন দেখা যাক কিভাবে আপনার ব্লগের ফেভাইকন পরিবর্তন করবেন, প্রথমে Blogger এ যান, তারপর আপনার ব্লগ সাইটের নামের উপর ক্লিক করে ডেশবোর্ডে যান, এইখান থেকে ডেশবোর্ডের প্রায় নিচের দিকে “Layout” এ ক্লিক করুন।
Layout
Click On Layout


এরপর দেখবেন ব্লগারের “B” চিহ্নিত আইকনসহ লেখা Favicon ঐখান থেকে Edit এ ক্লিক করুন।
Favicon
Favicon Edit

একটি ছোট উইন্ডো ওপেন হবে। এইখান থেকে আপনি “Browse” এর উপর ক্লিক করে আপনার কাংকিত আইকনটি যে ফোল্ডারে আছে সেখান থেকে সিলেক্ট করে আপলোড করুন।

Browse File
ব্লগারের জন্য আইকন আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন সাইজ হবে ৩২ X ৩২ অথবা ১৬ X ১৬, আর যদি বানাতে না পারেন তাহলে গুগলে সার্চ দিলে অনেক আইকনের সাইট পাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। 
প্রথমে আপনার ব্রাউজারের Add block Disable করে দিন যদি থাকে?
আমি এইখানে আপনাদের সুবিধার্তে একটি সাইট দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের ক্যাটাগরি অনুযায়ী 
আইকন ডাউনলোড করতে পারেন।
এরপর save করুন। দেখবেন Favicon এর পাশে আপনার আইকনটা Show করছে। :mrgreen:
ব্যস! কাজ শেষ এবার “Save arrangement” এ ক্লিক করে সেভ করুন। এবার View Blog এ ক্লিক করে আপনার ব্লগ সাইটটি দেখুন আইকন পরিবর্তন হয়ে গেছে।

Save & Review

ধন্যবাদ সবাইকে

একটি মন্তব্য পোস্ট করুন

You are welcome to share your ideas with us in comments !

নবীনতর পূর্বতন