আসসালামু আলাইকুম। আমার প্রযুক্তিপ্রিয় সব ভাই বন্ধুদের জানাই শুভেচ্ছা।
আপনারা সবাই কেমন আছেন? জানি অনেকেই ভাল নেই কেননা ফেইসবুক বন্ধ প্রিয় মানুষগুলোর সাথে যোগাযোগ করতে পারছেন না।
ইতিহাসে প্রথমবারের মতো প্রায় দেড় ঘণ্টা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে বিচ্ছিন্ন থাকল বাংলাদেশ, যে কড়াকড়ির ইঙ্গিত গত সপ্তাহেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার বেলা সোয়া ১টা থেকে আড়াইটা পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। এরপর ইন্টারনেট সংযোগ ফিরতে শুরু করলেও সামাজিক যোগাযোগের কিছু ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারের সুযোগ বন্ধ রয়েছে এখনও।বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুক, ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা ছিল না। ওই চারটি লিংক বন্ধ করার প্রক্রিয়া হিসেবে ইন্টারনেট বন্ধ হতে পারে।”
ওই চার লিংক বন্ধ রাখার পাশাপাশি টুইটার, ট্যাংগো, আইএমওসহ সামাজিক যোগাযোগের অন্যান্য অ্যাপেও নজরদারি চালানো হচ্ছে বলে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন।
‘বৃহত্তর স্বার্থে’ এই কষ্ট মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই এগুলো বন্ধ করা হয়েছে।”
চলতি বছরের শুরুতে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের সময়ও ‘ভাইবার’ ও ‘হোয়াটসঅ্যাপ’সহ ইন্টারনেটে যোগাযোগের কয়েকটি মাল্টিমিডিয়া অ্যাপ কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয়।
তখন পুলিশ বলেছিল, নাশকতাকারীরা মোবাইল ফোনে কথা না বলে ইন্টারনেটভিত্তিক এসব অ্যাপ ব্যবহার করায় তাদের ধরতে সমস্যা হচ্ছে।
যাই হোক মূল কাজের ধাপে চলে যাচ্ছি।
এখন ADD ZENMATE TO FIREFOX এ ক্লিক করুন এর পর নিচের ছবির মত আসবে Allow এ ক্লিক দিন
এরপর Install এ ক্লিক করুন এবং অপেক্ষা করুন Install হয়ে গেলে একটি নতুন page আসবে
Active Zenmate এ ক্লিক করুন, এরপর
page এর নিচে ডান পার্শ্বে GOT IT লেখায় ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। ব্যবহার করু Block হওয়া যে কোন সাইট