আসসালামু
আলাইকুম
হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা
করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমরা সবাই, বাবা, ভাই, বোন, ছোট, বড়, ইত্যাদি সবাই কম্পিউটার
বা ল্যাপটপ চালাতে অনেক বেশি ভালোবাসি। কম্পিউটার বা ল্যাপটপ আমাদের আধুনিক জীবনের
একটি অংশ। কারন এমন কিছু নাই এই পৃথিবীতে যে, সেটা আমরা কম্পিউটারে করতে পারি না।
প্রাই সবি কম্পিউটার বা ল্যাপটপে করা যায়। আমি তো মনে করি পুরো পৃথিবীটাই
কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে আছে।(কিছু সামাজিক কাজ ছাড়া)
তাহলে আমাদের এতো প্রিয় আর প্রয়োজনীয় জিনিসটাকে আরও সুন্দর
করলে কেমন হয়! যদি আপনারও তাই মনে হয় তাহলে আপনাদের পরিচয় করিয়ে দেই নতুন একটি সফটওয়ারের সাথে।
সফটওয়ারটির
নামঃ Folder Colorizer।
সাইজঃ ১.৩ MB।
প্রথমে আপনার ব্রাউজারের Add block Disable করে দিন যদি থাকে? তারপর
সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করিয়ে নিন।
এখন সফটওয়্যারের কথায় আসি,
এটি একটি Full Version সফটওয়্যার। এটাতে কোন Key
বা
অন্য কোন কিছুর প্রয়োজন হবে না। শুধু Install করুন আর
আপনার Windows এর Folder কালার করা শুরু করুন। কেউ আপনাকে বাধা
দিবে না।
এখন Install করবেন যে ভাবে, প্রথমে আপনার ডাউনলোড
কৃত RAR ফাইলটি ওপেন করুন এবং FolderColorizerSetup.exe এর
অপর ডাবল ক্লিক করুন।
তারপর Install করুন, যে ভাবে আপনারা অন্য সফটওয়্যার Install
করেন।
Install শেষ হলে আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে কোন ফাইলের অপর Right
Click করুন
এবং নিচে দেখুন।
এখন যে কোন Color বেছে নিয়ে তাতে ক্লিক করুন।
দেখুন আপনার Folder টি ঐ কালার হইছে।
এখন আপনার যদি মনে হয় যে, আমি Color তৈরি করব।
তাহলে নিচের মতো দেখে Color তৈরি করতে পারেন।
আমি এই পোস্ট টি করলাম কারন বার বার Windows এর
একি Color দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি Try Something New.
আমার windows এর Folder Color
দেখতে
পারেন।
আশা করি আপনাদের ভালো লেগেছে।
সবাইকে ধন্যবাদ।
Munna
Tags:
ডাউনলোড