আসসালামু
য়ালাইকুম
হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা
করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমি জানি Paypal নিয়ে এর আগে অনেক টিউন হইছে। But
আমার
কাছে অনেক জন Phone করেছিলেন, তাদের ভিতর দুই এক জন ছাড়া বাকি সবার Paypal একাউন্ট
ছিলনা।
আর আমার Payonner Master Card এর পরের ধাপ Paypal।
কারন এদের দুইজনের ভিতর সম্পর্ক অনেক গভির পর্যন্ত বিস্তৃত।
Paypal হল International
Online ব্যাংক। যার Popularity কয়েক বছর
ধরে, এবং যে ব্যাংক বেশির ভাগ অনলাইন আরনিং সাইটের সাথে সম্প্রিক্ত। বিদেশে
প্রত্যেকটা ফ্রিলাঞ্ছারের কিছু থাকুক না থাকুক Paypal একাউন্ট
নিশ্চিত আছে। আপনি যখন কোন .com বা যেকোনো এড্রেস কিনতে যাবেন আপনার Paypal
একাউন্টের
দরকার পরবে বেশির ভাগ। কারন এর মাধ্যমে ডলার($) তাড়াতাড়ি পারাপার হয়। কিন্তু
বাংলাদেশে Paypal থেকে ডলার তোলা যায়না। কারন বাংলাদেশে Paypal নেই।
তাই আমার এই পোস্ট, আমদের যদি Payonner Master Card থাকে তাহলে
আমরা Paypal থেকেও বাংলাদেশের ATM থেকে ডলার তুলতে পারব।
বাংলাদেশের জন্য Paypal ও Payonner একে অপরের
পরিপূরক। তাই আমার কাছে যারা Payonner Master Card এর জন্য মেইল
করেছেন তাদের পক্ষে শুখবর। আপনাদের Master Card এর সাথে Paypal
একাউন্টও
Verify করা যাবে। এখন যারা ইন্টারনেটে কাজ করেন তাদের এই দুই একাউন্ট
থাকা আতিব প্রয়োজন।
আমরা হলাম মানব জাতি। আল্লাহ্ তায়ালা আমাদেরকে এমন ভাবে তৈরি
করেছে যাতে আমরা কোন কিছুতে হার না মানি। আর সেই আমরা সামান্য Paypal এর
কাছে হেরে যাবো এটা আপনারা ভাবলেন কিভাবে। যাইহোক আমি ঐ দিকে না যাই। আসল কথায়
আসি।
কথাটা হল আজকে আমরা (বাংলাদেশের মানুষ) Paypal Account তৈরি
করেই ছাড়বো।
কি বোলেন আপনারা? তাহলে শুরু করা যাকঃ
প্রথমে আপনি এই লিঙ্কে গিয়ে এখানে যেকোনো দেশের যে কোন একটি Address
বাছুনঃ
এবং সেই Address টি Note pad এ
তুলে রাখুনঃ
তারপর আপনার ব্রাউজারের জন্য Zen mate Add ons টা Install
করে
নিনঃ
তারপর Zen mate এ ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Active
করে
নিন। এরপর Zen mate, ON করে দিয়ে, আপনার ইচ্ছা মতো একটা দেশ
বাছুন(আপনি যে দেশ থেকে Paypal খুলতে চান সেই দেশি বাছুন)
নিচের মতো একটি পেজ আসবে। তাতে লেখা Sing Up এ
ক্লিক করুনঃ
এখানে আপনি Personal Account টি Choose
করুন।
কেননা এই টিউন এর অপরেই। তারপর Continue তে ক্লিক করুনঃ
এখানে আপনার দেশের নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Continue
তে
ক্লিক করুনঃ
এখানে আপনার নাম, ঠিকানা, ও মোবাইল নাম্বার দিয়ে, একটা টিক
দিয়ে
Agree and Create Account এ ক্লিক করুনঃ
(এখন আপনি চিন্তা করছেন মোবাইল নাম্বার পাবো কই? কোন ব্যাপার
না আমি আছিতো। এই লিঙ্কে যান আপনি মোবাইল নাম্বার পেয়ে যাবেন।) এখন (আপনার Dingtoon
App এ
যদি ১০০ ক্রেডিট না থাকে তাহলে Fake একটা নাম্বার দিন। পরে বদলে
দিবেন, তবে মাত্র একদিনের ব্যাপার ১০০ ক্রেডিট সংগ্রহ করা। চেষ্টা করেন, পাবেন)
এখন আপনার একাউন্ট তৈরি হয়েছে। এরপর একাউন্ট টি Log Out
করে
দিন।
এবং কিছুক্ষণ পর আপানার মেইল ও পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্ট Log
In করুনঃ
এখানে দেখুন শুধু Account Created অপশনটাই সবুজ
হয়ে আছে।
তারপর দেখুন আপনার দুইটা অপশন সবুজ হয়ে আছে। আর যে তিনটা আছে
এই ৩টার মধ্যে ২টি সবুজ হবে যদি আপনার Payonner Account এবং Master
Card থাকে
তাহলে।
কাজ শেষ। আপনার Paypal Account তৈরি হয়ে
গেছে। এখন আপনি যখন আপনার Paypal Account এ Log In করবেন তখন
আপনি Zen mate টি On করে রাখবেন। তাহলে দেখবেন আপনার
একাউন্টে কোন প্রকার Error মেইল আসবে না। আর আপনার Paypal
Account সব
সময় সুরক্ষিত থাকবে।
এর পরেও যদি আপনারা না পারেন তাহলে আমার কচুর গাছের সাথে গলায়
দড়ি দেওয়া ছাড়া আর বুদ্ধি থাকবে না। পারতেই হবে পারবেন না আমন কোন কথা নাই।
তারপরেও আপনারা যদি নাই পারেন আমি তো আছিই। আমি আপনাদের
একাউন্ট খুলে দিব। তবে সে ক্ষেত্রে আমাকে কিন্তু ইন্টারনেটের খরচ দিতে হবে।
আমার সম্পর্কে আমি আর লিখতে পারবনা। আমাকে বিশ্বাস করলে করেন
না করলে না করেন আমি আর কিছু বলতে পারব না।
এই লিঙ্কে যান এটা আমার Personal Blog. এতে আমার সব
কিছু দেওয়া আছে।
আশা করি আপনাদের ভালো লেগেছে।
Tags:
পেপাল
vai crad add na korar kono option nai
উত্তরমুছুনapni chassen card add korben na.
মুছুনapni card add korben na. taholei to card add hobe na. but ami ja jani ei option bondho kora jabena.