নিয়ে নিন ফ্রী তে বাংলাই ওয়ার্ডপ্রেস শিখার একটা অসাধারন বই আর আজকে থেকেই শিখুন ওয়েব সাইট নিজে নিজে বানাতে হয় কিভাবে


আসসালামু য়ালাইকুম

হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
যদি নাও থাকেন তাহলে এই খবর শুনে অবশ্যই ভালো হয়ে যাবেন।

ইন্টারনেট এ শুধু ইংলিশ ইবুক এর ছড়াছড়ি। বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য। অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে। তাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বই উপহার দিচ্ছে। আমার কাছে অনেক গুলো বাংলা বই রয়েছে।  একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।
ওয়ার্ডপ্রেস কি
ওয়ার্ডপ্রেস একটি ওয়েব সফটওয়্যার, যা আপনি সুন্দর ওয়েবসাইট এবং ব্লগ তৈরি করতে ব্যবহার করতে পারেন। আমরা এটা বলতে পছন্দ করি যে, ওয়ার্ডপ্রেস বিনামূল্যে ব্যবহার করতে পারেন, কিন্তু আসলে এটি অমূল্য।
এই বই টি অনেক কাজে দিবে আপনার। আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে সম্পূর্ণ ধারনা পাবেন। অনেক ভাল মানের বই এটি
ওয়ার্ডপ্রেস সিখে আপনি অতি সহজেই আপনার নিজের একটি ব্লগ অথবা ওয়েব সাইট বানাতে পারবেন অতি সুন্দর আর
অতি সহজ ভাবে ।
বইটির সূচিপত্র
সূিচ পt
১. ওয়ার্ডপ্রেস কি
২. ওয়রদপ্রেস এর ইতিহাস
৩.লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেট আপ
৪ অ্যাডমিন প্যানেল পরিচিতি
৫.প্রাথমিক সেটিং সমুহ
৬.প্রোফাইল আপডেট
৭.টিউন আপডেট
৮.পেজ আপডেট
৯.বিভাগ পরিচালনা
১০.ওয়ার্ডপ্রেস থেম ও প্লাগ ইন কি
১১.থিম পরিচালনা ও ইন্সটল
এছারা আর অনেক কিছুই আপনি শিখতে পারবেন এই বই টির মাধ্যমে
বই টি লিখেছেন আরিফুল ইসলাম শাওন ভাই
তো চলুন ডাউনলোড করে নিন চমৎকার এই বই টি



আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিওর।

আশা করি আপনাদের ভালো লেগেছে।

সবাইকে ধন্যবাদ।

2 মন্তব্যসমূহ

You are welcome to share your ideas with us in comments !

নবীনতর পূর্বতন