আপনার ব্লগে Contact Us বা যোগাযোগ অপশন ADD করুন। এবং তা একটি নতুন পেজে ওপেন করুন।

আসসালামু য়ালাইকুম


হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আজকে আমরা শিখবো কিভাবে আমাদের ব্লগটি আর সুন্দর ভাবে পৃথিবীর সামনে তুলে ধরা যায়। আমাদের ব্লগের Contact Us বা যোগাযোগ অপশনটি ব্লগের একটি নতুন পেজে ওপেন করবো। মানে হল Contact Us বা যোগাযোগ অপশনে ক্লিক করলে একটি নতুন পেজে Contact Us বা যোগাযোগ ফরম টি ওপেন হবে।
তাহলে চলুন শুরু করা যাকঃ
প্রথমে এই লিঙ্কে যানঃ FOXYFORM
নিচের মতো একটি পেজ ওপেন হবেঃ
তারপর নিচের ছবির মতো করে ঠিক চিহ্ন দিনঃ
এখানে আপনার পছন্দ মতো Font এর কালার ব্যবহার করতে পারবেনঃ


এবার যে মেইলে আপনার সাথে যোগাযোগ করবে সেই মেইল এবং Captcha দিন আর সব শেষে Create Formular এ ক্লিক করুনঃ

এইবার আপনার সামনে একটি Code আসবে। এটি কপি করে নিনঃ


এখন আপনার ব্লগে যান। New Page এ ক্লিক করেনঃ


HTML সিলেক্ট করুনঃ এবং Cade টি পেস্ট করুন। তারপর পছন্দ মতো Title দিয়ে Publish এ ক্লিক করুনঃ


এখন যদি কেও আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনার মেইলে এই রকম আসবেঃ


লাইভ ডেমো দেখতে এই ব্লগের অপরে দেওয়া যোগাযোগে ক্লিক করুনঃ 

তাহলে আজ এই পর্যন্তই আবার আসব নতুন কোন টিউন নিয়ে। এতখনের জন্য মাফ চাইছি। 

আশা করি আপনাদের ভালো লেগেছে।
আর হ্যাঁ,
আমার টিউনে আপনাদের উপকার কতখানি হবে জানিনা, তবে ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিওর।
সবাইকে ধন্যবাদ।
Munna

একটি মন্তব্য পোস্ট করুন

You are welcome to share your ideas with us in comments !

নবীনতর পূর্বতন