কোন Software ছাড়াই Windows 7 এর Log on/off Screen পরিবর্তন করুন

                           আসসালামু য়ালাইকুম

হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

যারা Windows 7 ব্যবহার করেন তারা  অনেকেই সফটওয়ার ব্যবহার করে Windows 7 এর Log on Screen পরিবর্তন করেন। এতে কম্পিউটার অন ও অফ হতে বেশি সময় নেয়। কিন্তু আপনি ইচ্ছে করলে কোন সফটওয়ার ছাড়াই Windows 7 এর Log on Screen পরিবর্তন করতে পারবেন। তার জন্য নিচের সহজ ধাপ গুলো অনুসরন করুন,
১। start  মেনুতে গিয়ে Run এ যান তার পর Regedit টাইপ করে enter চাপুন।
২।তারপরHKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background এ যান। আশা করি পারবেন। দেখিয়ে দিতে হবে না কিভাবে যেতে হবে।
৩. OEMBackground DWORD key তে ডাবল ক্লিক করুন।
৪. এ key টির value 1 সেট করুন। এ গেলো Registry এর কাজ।
৫। এবার  একটি image ঠিক করুন আপনার Logon Screen এর জন্য jpg ফরমেটের। এর সাইজ যেন  256KB  বেশি না হয়।

৬। ইমেজ টির নাম দিন Default.jpg

৭। ইমেজ টি এবার আপনার রুট ড্রাইভে মানে আপনার যে ড্রাইভে Windows সেট আপ দেওয়া আছে সে ড্রাইবের>Windows\system32\oobe\info\backgrounds এর ভেতর পেস্ট করুন। ডিফল্ট হিসেবে যাদের c ড্রাবে আছে তারা নিছের মত আনুসরন করে পেস্ট করুন।
C:\Windows\system32\oobe\info\backgrounds



৮। কম্পিউটারটি রিস্টার্ট করুন। এবং দেখুন আপনার নিজের পছন্দের Log on Screen।

আশা করি আপনাদের ভালো লেগেছে।

সবাইকে ধন্যবাদ।
Munna

একটি মন্তব্য পোস্ট করুন

You are welcome to share your ideas with us in comments !

নবীনতর পূর্বতন