আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
এখন চলুন শুরু করা যাক আজকের টপিকঃ সব থেকে ভালো ৫টি ফ্রি Audio Songs অনলাইনে শুনা এবং ডাউনলোড করার ওয়েব সাইট। যেখানে কোন রকম একাউন্ট খোলা বা টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে না। (আপনি চাইলে Subscription করতে পারেন।) কিন্তু সাধারন ভাবে শুনতে কোন রকম Subscription এর প্রয়োজন হবে না।
১। Gaana
প্রথম এই Website টি Personal ভাবে আমার খুবি Favorite একটি Audio Streaming Website. আমি Hindi Song শুনতে বেশি পছন্দ করি। আর এখানে সব থেকে বেশি Hindi Song ই পাবেন এর সাথে সব রকমের Song-ই এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে থেকে Download ও করতে পারেন কিন্তু তার জন্য আপনার Browser এ IDM support থাকতে হবে। আপনি এখানে Hindi, English, Bangla, Tamil, Arabic, Assam প্রায় সব Language এর সব Category - Pop, Classic, Rock, Party, Hip-Hop, Jazz, Folk, Romantic, Remix all Song পেয়ে যাবেন।
২। FusionBD
দ্বিতীয় এই Website টি Personal ভাবে আমার 2nd Favorite। আপনি এখানে Bangla, Hindi Song গুলো খুবি সহজে Download করতে পারবেন। অথবা যদি আপনি ফোনে UC Browser ব্যাবহার করছেন তাহলে আপনি Song শুনতেও পারবেন। আর সব থেকে বড় কথা হল যে এই Website টি বাংলাদেশের। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের Artist এর গান বেশি পছন্দ করেন তাহলে এই Website টি আপনার জন্য অনেক বেশি কাজে আসবে।
৩। SoundCloud
তৃতীয় এই Website টি কে আপনি MP3 রাজা বলতে পারেন। কারন আপনি এই Website এ এসে Audio A-2-Z সব Song ই পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কি গান শুনতে চান ? Bangla, English, Hindi, Tamil, Arabic, সব কিছু পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার পছন্দের Singer এর নাম Search করেও তার গান শুনতে পারেন। এখানে থেকে Song Download করতে হলে IDM support Browser দিয়ে Audio Stream করলেই Download করতে পারবেন। Category - ALL
৪। StreamSquid
চতুর্থ এই Website টি মূলত যারা সব সময় সব রকম-ই গান শুনেন তাদের জন্য। আপনি এই Website এ প্রায় সব রকম সব Singer & Artist এর সব Song-ই পেয়ে যাবেন। শুধু আপনাকে আপনার পছন্দের Singer এর নাম লিখতে হবে। আপনার পছন্দের Singer এর যতো Songs আছে সব নিচে Show করবে। আপনি ইচ্ছা মতো এর মাঝে বেছে নিয়ে শুনতে পারেন। এই Website এর Disadvantage হল Download করা করা নিয়ে। আমি কোন ভাবেই Download করতে পারলাম না। আপনি যদি পারেন তাহলে নিচে Comment এ অবশ্যই জানাবেন। Category - ALL
৫। MixCloud
পঞ্চম এই Website টি মূলত যারা English Song এর পাগল তাদের জন্য। আপনি এই Website এ Hollywood এর যতো Artist আছে সবার Song ফ্রি তে শুনতে পারবেন। এবং IDM Support Browser দিয়ে Downloadও করতে পারবেন। Category - ALL
আপনাদের পছন্দের এমন কোন Free Audio Stream site থাকলে নিচে কমেন্ট করে জানান। আর এর মাঝে কোন Site আপনার কাছে বেশি ভালো লেগেছে তাও জানাতে পারেন।
আশা করি আমার টিউনটি আপনাদের পছন্দ হয়েছে।
আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবে না তা তে আমি ১০০% সিউর।
বিঃ দ্রঃ উপরোক্ত TOP 5 ছাড়াও আপনাদের Comment থেকে নির্বাচিত ও উল্লেখযোগ্য কিছু Website:
[আপনাদের মতামতের অপেক্ষায়]
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
(MD AZIZ )
উত্তরমুছুনhdyaar.com / bigmusic.in / wapking.asia / video9.com
Thank you for Suggestions
মুছুনgood post
উত্তরমুছুনappriciate your work
Thank you so much :)
মুছুন