আপনাদের Payonner একাউন্টের তো তৈরি হল। এবার দেখুন, আপনার ঠিকানা কিভাবে পরিবর্তন করবেন। দেখে নিন কাজে আসতে পারে।

আসসালামু য়ালাইকুম


হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আমার প্রথম টিউনে তো আপনারা Payonner একাউন্ট ও তার পরের টিউনে Paypal একাউন্ট খুলেছেন? যদি না খুলে থাকেন তাহলে এখনও সময় আছে খুলতে বা খুলে নিতে পারেন।

আর আপনাদের সবার কাছে আমার একটা অনুরধ, আমাকে অবিশ্বাস করবেন না। আপনাদের যদি মন না চায় আমাকে বিশ্বাস করতে তাহলে ঠিক আছে বিশ্বাস না করে থাকেন কিন্তু অবিশ্বাস করেন না।

তাহলে আসুন দেখি আপনারা যে Payonner একাউন্ট খুলেছেন তার ঠিকানা কিভাবে পরিবর্তন করবেন।
প্রথমে আপনার Payonner একাউন্টে Log in করুনঃ

তারপর Setting  এ যানঃ


এরপর Update Profile এ ক্লিক করুনঃ

এখানে আপনার Payonner একাউন্টের Log In পাসওয়ার্ড টি দিন এবং Submit এ ক্লিক করুনঃ


এরপর আপনার সামনে নিচের মতো একটা Page আসবে। এখানেই হল আসল কাজ। নিচের স্কিনশর্ট এ দাগ দেওয়া স্থানগুল হল আপনার ঠিকানা। এখান থেকে আপনি চাইলে Security Question ও পরিবর্তন করতে পারেন। এরপর Save Change এ ক্লিক করুনঃ


এখন আপনার সামনে নিচের মতো একটি লিখা আসবেঃ


তারপর আপনার Payonner একাউন্টে একটি Message আসবেঃ


Message এ এই রকম লেখা থাকবেঃ


আপনার কাজ শেষ। আপনার একাউন্টের ঠিকানা পরিবর্তন হয়ে গেছে।

আশা করি আপনাদের ভালো লেগেছে।

সবাইকে ধন্যবাদ।
Munna

মন্তব্যসমূহ

You are welcome to share your ideas with us in comments !

Archive

যোগাযোগ ফর্ম

প্রেরণ