আসসালামু য়ালাইকুম
হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
যদি নাও থাকেন তাহলে এই খবর শুনে অবশ্যই ভালো হয়ে যাবেন।
অনলাইনের এ যুগে তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম ই-মেইল। অফিস আদালত থেকে শুরু করে
ব্যক্তিগত কাজেও মেইলের ব্যবহার বাড়ছে। ধরুণ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। সে সময় কোনো মেইল ওপেন করতে হবে। কিন্তু দেখা গেল ইন্টারনেট নেই। তাহলে উপায়?
ইন্টারনেটের সংযোগ আবার চালুর জন্য অপেক্ষা করার মতো সময়ও নেই। তখন কি হবে? উপায় অবশ্য একটি আছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জিমেইলে রয়েছে অফলাইন সুবিধা।
অফলাইন সুবিধা ব্যবহার করে ইন্টারনেট না থাকলেও জিমেইল ব্যবহার করা সম্ভব। বেশিরভাগেরই জানা নেই এ ফিচারের কথা। তাদের জন্য এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো অফলাইনে জিমেইল ব্যবহারের টিপসটি।
প্রথমে ক্রোম ব্রাউজার ইন্সটল করতে হবে। যদি ইন্সটল না থাকে এ ঠিকানা থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
এরপর এ ঠিকানায় যেতে হবে। তারপর Add to Chrome-এ ক্লিক করতে হবে।
আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিওর।
আশা করি আপনাদের ভালো লেগেছে।
সবাইকে ধন্যবাদ
Tags:
গুগল ক্রোম