কীভাবে Windows 10 ইন্সটল দিবেন..!!!! With Screenshot

আসসালামু য়ালাইকুম
হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন
যদি নাও থাকেন তাহলে এই খবর শুনে অবশ্যই ভালো হয়ে যাবেন

যাই হোক, এবার মূল বিষয়ে আসি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম উইন্ডোজ ১০ ইন্সটল প্রক্রিয়া। যদিও অনেকেই ইন্সটল করে ব্যবহার করছেন ও পারেন, তবুও যারা পারে না বা পারছেন না তাদের জন্য আশা করি এটা উপকার হবে।




প্রথমেই আপনার আপনার ফাইলগুলো ব্যাকআপ করে নিন (সি ড্রাইভের অন্তর্গত)।
এবার Windows 10 DVD/USB প্রবেশ
করান ও কম্পিউটার রিস্টার্ট
করুন।
Press any key to boot.. আসবে,
যেকান একটি কী চাপুন।

 

আপনার ভাষা + অন্যান্য সেটিং করে এগিয়ে যান।
(যে ভাবে আছে সেভাবে রেখেই এগিয়ে যান)।




















Install now এ ক্লিক করুন।



 I accept the license terms এ টিক চিহ্ন দিয়ে Next করুন।




উইন্ডোজকে নতুন করে ইন্সটল করতে Custom এ ক্লিক করুন।



আগের যদি পার্টিশান করা থাকে তাহলে সি ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করুন অথবা আপনার পছন্দমত ড্রাইভে ইন্সটল করুন। পার্টিশান করা না থাকলে পার্টিশান করে নিয়ে ইন্সটল করুন। যে ড্রাইভে উই্ন্ডোজ ইন্সটল করবেন, ফরম্যাট করে নিবেন। এজন্য Format বাটনে ক্লিক করে ফরম্যাট করুন।



উইন্ডোজ ১০ ইন্সটল কার্যক্রম শুরু….............................










ইন্সটল শেষে কম্পিউটার রিস্টার্ট নিবে অটোমেটিক।



কম্পিউটার আবার রিস্টার্ট নেওয়ার পরে....




Use express settings এ ক্লিক করে এগিয়ে যান।



আর যদি কাষ্টমাইজ করেন তাহলে নিচের মতো আসবে

আর যদি কাষ্টমাইজ করেন
তাহলে নিচের মতো আসবে

ইউজার নেম দিন। পাসওয়ার্ড
দিতে চাইলে দিতে পারেন।তারপর Finish বাটনে ক্লিক করুন।




দেখতে দেখতে আমরা টিউটোরিয়াল শেষ করার পাশাপাশি উইন্ডোজ ১০ও ইন্সটল করে ফেললাম। .

Windows 10 June এডিশন টিউটোরিয়াল তো শেষকরে ফেললাম।

 

আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিওর।

আশা করি আপনাদের ভালো লেগেছে।

সবাইকে ধন্যবাদ
Share :

1 মন্তব্যসমূহ

You are welcome to share your ideas with us in comments !

  1. If you desire to grow your knowledge just keep visiting this site and be updated with the most recent gossip posted here. Their explanation: Best Six Tips For Encryption Software & How To Really How To Encrypt A Password For Free.

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন