আপনার Computer বা Laptop এর নিচের Taskbar এ Internet Speed Show করান। ALL WINDOWS ACCPEPTED

আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আসা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আমার আজকের টিউনে আপনারা দেখবেন যে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ এ নিচের Taskbar এ Internet speed  কিভাবে Show করাবেন। আপনি যেকোনো Windows ব্যবহার করুন না কেন সব Windows এই আপনি আপনার Internet speed Show করাতে পারবেন।
তাহলে চলুন শুরু করা যাকঃ

এর জন্য প্রথমে আপনার একটি Software এর প্রয়োজন হবে। আপনাদের জন্য আমি Upload করে দিয়েছি আপনারা এখান থেকে Download করে নিন। এবং সাধারন ভাবে Install করুন।
কিন্তু Install এর এখানে এসে আপনারা UI system এর টিক চিহ্ন তুলে দিবেন এবং Install Finish করবেন।
তারপর দেখবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর নিচের Taskbar এ আপনার Internet speed Show করছে। যদি এখানে বুঝতে সমস্যা হয় তাহলে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি তা দেখে নিতে পারেনঃ
https://www.youtube.com/watch?v=3AVV5RypuGg&feature=youtu.be
সবাই ভাল থাকবেন খুশি থাকবেন। খোঁদা হাফেজ।
আমার আজকের টিউন টি আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবে না তা তে আমি ১০০% সিউর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

You are welcome to share your ideas with us in comments !

নবীনতর পূর্বতন