কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখনই আপনার ছবিতে কোট পড়িয়ে নিন!

আসসালামু য়ালাইকুম

হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
যদি নাও থাকেন তাহলে এই খবর শুনে অবশ্যই ভালো হয়ে যাবেন।


Image result for adobe photoshop photo
আপনি কোট পড়ে ছবি তুলেননি ??? তাতে কি? আপনিও ইচ্ছে করলে আপনার ছবিতে কোট পরিধান করাতে পারেন।হ্যাঁ আর নয় রহস্য এবার কাজ শুরু করা যাক।
যা যা করতে হবেঃ

১. প্রথমে নিচের লিংক হতে PNG format এর কোট গুলো ডাউনলোড করে নিন

২. এরপর যে ছবিতে কোট পরাতে চান তা ফটোসপে ওপেন করুন;


৩. ছবি ফটোসপে ওপেন করার পর আপনার পছন্দের একটি কোট ওপেন করুন।

৪. 
Ctrl+A চেপে সম্পুরন কোটটি সিলেক্ট করুন;


৪. যে ছবিতে কোট পরাতে চান সেখানে Ctrl+V চেপে পেস্ট করুন;



৫. এবার কোটটি আপনার ছবির সাথে adjust করার জন্য Move Tool(V) ব্যবহার করে কোটটিকে ছবিতে স্থাপন করুন, ডানে বামে সরান। প্রয়োজনে কোটটি বড় ছোট করে নিন (ছবিতে দেখেন);



৬। Crop Tool দিয়ে Hight=2 & Width =1.5 দিয়ে Crop করুন;



৭. এরপর ব্রাশ টুল ব্যবহার করে ছবিটি ফিনিশিং দেন এবং ছবিটি সেভ করুন।



ব্যাস আপনার সব কাজ শেষ।

ধন্যবাদ সবাইকে

একটি মন্তব্য পোস্ট করুন

You are welcome to share your ideas with us in comments !

নবীনতর পূর্বতন