আপনার কিবোর্ড ও মাউস কে রক্ষা করুন দুষ্টু পোলাপান দের থেকে।

আসসালামু য়ালাইকুম

হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
যদি নাও থাকেন তাহলে এই খবর শুনে অবশ্যই ভালো হয়ে যাবেন।

আমরা কম বেশি সবাই পরিবারের সাথে থাকি। আর পরিবারের সাথে ছোট ছোট ছেলে মেয়ারাও থাকে যারা আমাদের ছোট বোন বা অন্ন কেউ হতে পারে। 
তাই আপনাদের কাছে আনলাম ছোট্ট একটা কাজের সফটওয়্যার, যার নাম Key Freeze.
এবার এক ঝলকে দেখে নেওয়া যাক এটার Details:
Name: Key Freeze
License: Freeware (অর্থাৎ লাইসেন্স কি-এর বিন্দু মাত্র ঝামেলা নাই)
Version: 1.0.0.1
Size: ৫০০ KB
OS: Windows all
ডাউনলোড করুন এখান থেকেঃ Download

Key Features: এটা কেবল মাত্র আপনার কি-বোর্ড ও মাউস কে ব্লক করবে (কম্পিউটার on থাকাকালীন), যাতে অন্য কেউ আপনার আনুপস্থিতি তে আপনার কম্পিউটার ব্যাবহার করতে না পারে, তা ছাড়া আপনার বাড়িতে কোন বাচ্চা থাকলে, যখন তখন কি-বোর্ড-এর পেটানি খাওয়ার ভয় থাকে, তাও থাকবে না।

বি.দ্র.: কি-বোর্ড ও মাউস আনব্লক করার জন্য  Alt+Ctrl+Delete, তারপর  Esc চাপতে হবে।

ও হ্যাঁ আর একটা কথা, এখান থেকে ডাউনলোড করার পরেও আপনার যখন এটি Install করবেন তখন আপনাদের ইন্টারনেট কনেকশন টা On রাখবেন। কারন এটি Install হতে ইন্টারনেট লাগে।

আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিওর।

আশা করি আপনাদের ভালো লেগেছে।

সবাইকে ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

You are welcome to share your ideas with us in comments !

নবীনতর পূর্বতন